শহিদুল ইসলামঃ যশোরের শার্শা ইউজিডিপি প্রকল্পের আওতায় উপজেলার কায়বা ইউনিয়নের ১নং ওয়ার্ড রুদ্রপুর গ্রামের শীতল সর্দারের বাড়ি সংলগ্ন নিরাপদ খাবার পানির জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছিল।
৫ লক্ষ ২ হাজার টাকা ব্যয়ে শার্শা এলজিইডি’র কারিগরি সহায়তায় প্রকল্পটি নির্মান করা হয়। কিন্তু দুঃখের বিষয় এতো টাকা ব্যয় হলেও পানিতে অতিরিক্ত আয়রন থাকার কারনে পানি খাওয়ার জন্য একেবারে অনুপযোগী। পানিতে আর্সেনিকের পরিমানও অনেক বেশী। যে কারনে সকলেই নিজ নিজ টিউবওয়েল এর পানি পান করছেন। ত্রুটিপুর্ণ কারিগরীর কারণে এই অবস্থা। খামাখা দেশের পয়সা নষ্ট। ৫ লক্ষ টাকা ব্যায় ধরা হলেও নিম্নমানের লোহা, সিমেন্ট, বালু ও পানির ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীর। পানি ফিল্টারিংয়ের ব্যবস্থা যথেষ্ট দুর্বল। রুদ্রপুর গ্রামে এটি ছাড়াও আরো দুটি প্লান্ট স্থাপন করা হয়েছে। সবই একই অবস্থা। প্রকল্পে পুকুর চুরি হয়েছে বলে ধারণা গ্রামবাসীর।
এ সময় তদন্তপুর্বক বিষয়টির সুরাহ করে নিরাপদ খাবার পানির ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল হক জানান,এ বিষয়ে আমার কিছু জানা নেই। না জেনে কোন বক্তব্য দেওয়া ঠিকনা।
শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা নাজিব হাসান জানান,বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। এ ব্যাপারে উপজেলা প্রকল্প অফিসারকে ব্যবস্থা নিতে বলবেন বলে তিনি জানান।