মুহ. মিজানুর রহমান বাদলঃ মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী গ্রামের হায়াতুন নেছাকে (৬৫) শ্বাসরোধ করে হত্যার ১৮দিন পর পুত্রবধূ রুনা বেগমের (২৫) পরকীয়া প্রেমিক সবুজ মিয়াকে গ্রেফতার করেছে সিংগাইর থানাপুলিশ। বুধবার(২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে সিংগাইর থানার ওসি মো.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত প্রেমিক সবুজ মিয়ার বাড়ী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শ্যামপুর গ্রামে। সে ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। থানাপুলিশ সূত্রে জানাযায়, উপজেলার নয়াডাঙ্গী গ্রামের গৃহবধু রুনা বেগম তার প্রেমিক সবুজ মিয়াকে সাথে নিয়ে গত ৬ অক্টোবর শ্বাশুরিকে হত্যা করে জামা-কাপড় রাখার সিন্ধুকে লুকিয়ে রাখে। ওই দিনই সন্ধ্যায় লাশের খোঁজ মিলে এবং থানা পুলিশ লাশ উদ্ধারসহ গৃহবধু ও তার মাকে আটক করে। এ দিকে প্রেমিক পালিয়ে বেড়ায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে ঢাকার মিরপুর ১৩ নম্বরে থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ গ্রেফতারকৃত আসামি সবুজ মিয়াকে বুধবার দুপুরে আদালতে প্রেরন করেছে।