শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeঅর্থনীতিহুজুগে চড়া দামে শেয়ার কিনে ঠকছেন বিনিয়োগকারীরা

হুজুগে চড়া দামে শেয়ার কিনে ঠকছেন বিনিয়োগকারীরা

বাংলাদেশ প্রতিবেদক: হাসিনা সরকারের পতনের পর দেশের পুঁজিবাজারে হঠাৎ বড় উল্লম্ফন হয়। অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পায়। তবে এই বৃদ্ধি বেশি দিন স্থায়ী হয়নি। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অর্থনীতিসহ অন্যান্য খাতের সংস্কার কার্যক্রম শুরুর আগেই আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে অর্থনীতির বিভিন্ন খাতের নাজুক চিত্র উঠে আসতে শুরু করে। তবে ৫ আগস্ট-পরবর্তী পুঁজিবাজার ঊর্ধ্বমুখী হবে, এমন আশায় হুজুগে শেয়ার কিনতে শুরু করেন বিনিয়োগকারীরা।

যদিও পুঁজিবাজারের সে সাময়িক উল্লম্ফন স্থায়ী হয়নি। কয়েক দিনের মধ্যে বাজার পতনের ধারায় ফেরে। এরপর টানা বেশকিছু বাজার নিম্নমুখী রয়েছে। মাঝে দু-এক দিন সূচক সামান্য উঠলেও তা স্থায়ী হচ্ছে না। ফলে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা দিন দিন ভারী হচ্ছে। এতে ৫ আগস্টের পর উচ্চ দামে কেনা বিভিন্ন শেয়ারের দর টানা পড়তে শুরু করে। ফলে বিনিয়োগকারীদের পুঁজি প্রতিদিন কম-বেশি হারাচ্ছে। গণ-অভ্যুর্ত্থান-পরবর্তী পুঁজিবাজার বিশ্লেষণে দেখা যায়, ৫ আগস্ট পরবর্তী সময় কম সময়ের ব্যবাধানে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির শেয়ারদর ১৩২ টাকা বা ৫৪ দশমিক ৯৭ শতাংশ, গ্রামীণফোনের শেয়ারদর ১৩২ টাকা বা ৫৩ দশমিক ৩৯ শতাংশ, বিএটিবিসির শেয়ারদর ১০৮ টাকা ৫০ পয়সা বা ৩৩ দশমিক ৬৮ শতাংশ, প্রগতী লাইফ ইন্সুরেন্সের শেয়ারদর ৯৭ টাকা ৯০ পয়সা বা ৭১ দশমিক ৯৩ শতাংশ এবং অলিম্পিক অ্যাকসেসরিজের শেয়ারদর ৯৬ টাকা বা ৮২ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পায়। তবে কোম্পানির বৃদ্ধি পাওয়া শেয়ারদর পরে আরও স্থায়ী হয়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যমতে, গত ৪ আগস্ট ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির শেয়ারদর ছিল ২৪১ টাকা ৪০ পয়সা, যা ২৪ সেপ্টেম্বর ৩৭৪ টাকা ১০ পয়সায় উঠে আসে। অর্থাৎ দেড় মাসে শেয়ারদর বেড়েছে ১৩২ টাকা বা ৫৪ দশমিক ৯৭ শতাংশ। তবে সর্বশেষ ৩১ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর নেমে আসে ৩০৬ টাকা ১০ পয়সায়। এতে শেয়ারদর কমে ৬৮ টাকা বা ১৮ দশমিক ১৭ শতাংশ। একইভাবে গত ৪ আগস্ট গ্রামীণফোনের শেয়ারদর ছিল ২৪৭ টাকা ২০ পয়সা। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ১৪ আগস্ট কোম্পানির শেয়ারদর দাঁড়ায় ৩৭৯ টাকা ২০ পয়সা। অর্থাৎ মাত্র সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩২ টাকা বা ৫৩ দশমিক ৩৯ শতাংশ। সর্বশেষ গত ৩১ অক্টোবর কোম্পনিটির শেয়ারদর ফের ৬১ টাকা ৭০ পয়সা বা ১৬ দশমিক ২৭ শতাংশ কমে ৩১৭ টাকা ৫০ পয়সায় নেমে আসে।

বিএটিবিসির শেয়ারদর ৪ আগস্ট ছিল ৩২২ টাকা ১০ পয়সা, যা ১৪ আগস্ট ৪৩০ টাকা ৬০ পয়সায় পৌঁছায়। এতে মাত্র সাত কার্যদিবসে কোম্পনিটির শেয়ারদর বেড়েছে ১০৮ টাকা ৫০ পয়সা বা ৩৩ দশমিক ৬৮ শতাংশ। সর্বশেষ ৩১ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ৩৭৩ টাকায় নেমে আসে। অর্থাৎ শেয়ারদর কমেছে ৫৭ টাকা ২০ পয়সা বা ১৩ দশমিক ২৮ শতাংশ। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলেন, সরকারের পতনের পর বিনিয়োগকারীরা আশাবাদী ছিলেন বাজার ঊর্ধ্বমুখী হবে। কিন্তু দেশের সার্বিক অর্থনীতির ভঙ্গুর চিত্র উঠে আসায় পুঁজিবাজারের উল্টো অবনতি হয়েছে। পুঁজিবাজারের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে বড় অঙ্কের পুঁজি হারিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।
পুঁজিবাজার বিশ্লেষক ও ডিবিএ সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী শেয়ার বিজকে বলেন, সরকার পতনে পর বিনিয়োগকারীরা পুঁজিবাজার নিয়ে আশাবাদী ছিলেন। এতে করে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পায়। কিন্তু পরে বাজারে শেয়ার বিক্রির অতিরিক্ত চাপ থাকায় কোম্পানিগুলোর শেয়ারদর স্থায়ী হয়নি।

ডিএসইর তথ্যমতে, প্রগতি লাইফ ইন্সুরেন্সের শেয়ারদর গত ৪ আগস্ট ছিল ১৩৬ টাকা ১০ পয়সা, যা ১৯ সেপ্টেম্বর ২৩৪ টাকায় পৌঁছায়। অর্থাৎ শেয়ারদর বেড়েছে ৯৭ টাকা ৯০ পয়সা বা ৭১ দশমিক ৯৩ শতাংশ। সর্বশেষ ৩১ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ১৩৯ টাকা ৪০ পয়সায় নেমে আসে। এতে শেয়ারদর কমেছে ৯৪ টাকা ৬০ পয়সা বা ৪০ দশমিক ৪২ শতাংশ। অলিম্পিক অ্যাকসেসরিজের শেয়ারদর গত ৪ আগস্ট ছিল ১১৬ টাকা ৩০ পয়সা, যা ৯ সেপ্টেম্বর ২১২ টাকা ৩০ পয়সা। অর্থাৎ শেয়ারদর বেড়েছে ৯৬ টাকা বা ৮২ দশমিক ৫৪ শতাংশ। সর্বশেষ ৩১ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ১৪৮ টাকায় নেমে আসে। এতে শেয়ারদর কমেছে ৬৪ টাকা ৩০ পয়সা বা ৩০ দশমিক ২৮ শতাংশ।

হাইডেলবার্গ সিমেন্টর শেয়ারদর গত ৪ আগস্ট ছিল ২৯৪ টাকা ৫০ পয়সা, যা ১৫ আগস্ট ৩৫৯ টাকা ৩০ পয়সায় নেমে উঠে আসে। অর্থাৎ শেয়ারদর বেড়েছে ৬৪ টাকা ৮০ পয়সা বা ২২ শতাংশ। সর্বশেষ ৩১ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ২২৯ টাকা ১০ পয়সায় নেমে আসে। এতে কোম্পানিটির শেয়ারদর কমে ১৩০ টাকা ২০ পয়সা বা ৩৬ দশমিক ২৩ শতাংশ, অর্থাৎ কোম্পানিটির শেয়ারদর যা বেড়েছে তার চেয়েও অধিক দর কমেছে।
রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেব্লসের শেয়ারদর গত ৪ আগস্ট ছিল ১০৩ টাকা ১০ পয়সা, যা ১৯ সেপ্টেম্বর ১৬৪ টাকা ১০ পয়সায় উঠে আসে। অর্থাৎ শেয়ারদর বেড়েছে ৬১ টাকা বা ৫৯ দশমিক ১৬ শতাংশ। সর্বশেষ ৩১ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ১২৪ টাকা ২০ পয়সায় নেমে আসে। এতে শেয়ারদর কমেছে ৩৯ টাকা ৯০ পয়সা বা ২৪ দশমিক ৩১ শতাংশ।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের শেয়ারদর গত ৪ আগস্ট ছিল ৯৪ টাকা ৯০ পয়সা, যা ১ সেপ্টেম্বর ১৫১ টাকায় পৌঁছায়। অর্থাৎ শেয়ারদর বেড়েছে ৫৬ টাকা ১০ পয়সা বা ৫৯ দশমিক ১১ শতাংশ। সর্বশেষ ৩১ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ১১৫ টাকা ৪০ পয়সায় নেমে আসে। এতে শেয়ারদর কমে ৩৫ টাকা ৬০ পয়সা বা ২৩ দশমিক ৫৭ শতাংশ।

রহিমা টেক্সটাইল মিলের শেয়ারদর গত ৪ আগস্ট ছিল ১০৭ টাকা ৭০ পয়সা, যা ২৪ সেপ্টেম্বর ১৬০ টাকা ৬০ পয়ায় উঠে আসে। অর্থাৎ শেয়ারদর বেড়েছে ৫২ টাকা ৯০ পয়সা বা ৪৯ দশমিক ১১ শতাংশ। সর্বশেষ ৩১ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ১১৭ টাকা ৬০ পয়সায় নেমে আসে। এতে শেয়ারদর কমেছে ৪৩ টাকা বা ২৬ দশমিক ৭৭ শতাংশ। কে অ্যান্ড কিউ শেয়ারদর গত ৪ আগস্ট ছিল ২১০ টাকা, যা ৮ আগস্ট ২৫৮ টাকা ২০ পয়সায় পৌঁছায়। অর্থাৎ মাত্র তিন কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৪৮ টাকা ২০ পয়সা বা ২২ দশমিক ৯৬ শতাংশ। সর্বশেষ ৩১ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ২১৮ টাকা ৭০ পয়সায় নেমে আসে। এতে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩৯ টাকা ৫০ পয়সা বা ১৫ দশমিক ২৯ পয়সা।

এছাড়া শেয়ারদর বৃদ্ধি পাওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে তমিজ উদ্দিন টেক্সটাইলের শেয়ারদর ৩৯ টাকা ৭০ পয়সা বা ৩৩ দশমিক ৬৭ শতাংশ, পদ্মা অয়েলের শেয়ারদর ৩৮ টাকা বা ২০ দশমিক ৫৭ শতাংশ, ইস্ট্রান ক্যাবলসের শেয়ারদর ৩৭ টাকা ৪০ পয়সা বা ৩২ দশমিক ৯৮ শতাংশ, ইসলামী ব্যাংকের শেয়ারদর ৩৬ টাকা ২০ পয়সা বা ১১৪ দশমিক ৫৫ শতাংশ, ডেল্টা লাইফের শেয়ারদর ৩৫ টাকা ৮০ পয়সা বা ৪৮ দশমিক ৭৭ শতাংশ, জিকিউ বল পেনের শেয়ারদর ৩৩ টাকা ৬০ পয়সা বা ২৫ শতাংশ, সিঙ্গার বিডির শেয়ারদর ২৭ টাকা ৮০ পয়সা বা ২২ দশমিক ৪৫ শতাংশ, যমুনা অয়েলের শেয়ারদর ২৫ টাকা ৭০ পয়সা বা ১৪ দশমিক ৭৬ শতাংশ, একমি ল্যাবরেটরিজের শেয়ারদর ২৫ টাকা ১০ পয়সা বা ৩৭ দশমিক ১৩ শতাংশ, ব্রাক ব্রাংকের শেয়ারদর ২১ টাকা ২০ পয়সা বা ৫৮ দশমিক ৪০ শতাংশ এবং দুলামিয়া কটন মিলের শেয়ারদর ১৭ টাকা ৮ পয়সা বা ৩১ দশমিক ১৭ শতাংশ বেড়েছে, যা পরবর্তী সময় একই পরিমাণ বা তার চেয়ে বেশি কমেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments