সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ৬ দফা দাবি নিয়ে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসীর শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরে ৬ দফা দাবি নিয়ে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসীর শিক্ষার্থীদের বিক্ষোভ

জয়নাল আবেদীন: স্বতন্ত্র পরিদপ্তর-নিয়োগসহ রংপুরে ৬ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসীর শিক্ষার্থীরা। সোমবার নগরীর স্টেশন এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তাজহাট মোড়ে গিয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে।

এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক টমাস এদবর, রংপুর শাখার আহ্বায়ক মোঃ খাদেমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ জালাল আকন্দ, সদস্য সচিব মোঃ আল আমিন হোসেন, সদস্য মোঃ নাজিম উদ্দীন ও মোঃ ফাহিম হাসানসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের আপামর জন সাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দাবিগুলো পূরণ করতে হবে। নিয়োগ জটিলতার পর গত বছরের ১ আগস্ট নতুন সৃষ্ট পদে মাত্র ৮শ৮৯ জনকে নিয়োগ দিয়েছিল স্বাস্থ্য বিভাগ যা প্রয়োজনের তুলনায় অনেক কম। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় একটি বৃহৎ অংশের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অতিক্রম হয়ে গিয়েছে। এমতাবস্থায় আমরা হতাশ হয়ে পড়েছি। আমরা দেশে বোঝা হয়ে থাকতে চাই না, ঘরে বসে থাকতে চাই না। আমরা যে শিক্ষা অর্জন করেছি তা দেশের কল্যাণে ব্যবহার করতে চাই। এজন্য আমাদের ৬ দফা দাবি পূরণ করতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments