জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের অপসারণের দাবীতে মঙ্গলবার দুই ঘন্টা কর্মবিরতি পালন করবে আন্দোলনকারী চিকিৎসকরা। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে। এর পরও দাবী আদায় না হলে বুধবার কমপ্লিট শার্টডাউন কর্মসূচীতে যাবেন আন্দোলনকারী চিকিৎসকরা। এ কর্মসূচীতে রংপুর মেডিকেল কলেজে পাঠদান ও হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান থেকে বিরত থাকবেন তারা।
সোমবার সকালে আন্দোলনকারীদের একটি অংশ বিক্ষোভ মিছিল শেষে অধ্যক্ষের কার্যালয়ের সামনে এ ঘোষণা দেন ।এ সময় মেডিসিন বিভাগের সহযোগি অধ্যাপক ডাঃ শরিফুল ইসলাম মন্ডল বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দেড় হাজার শিক্ষার্থী জীবন দিয়েছে। সেই সরকারের দোসরকে কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়িত করা হয়েছে। আমরা রক্তের সাথে বেইমানী করতে পারি না। যেহেতু অধ্যক্ষ প্রধান প্রশাসনিক কর্মকর্তা এবং তিনি হাসপাতালের চিকিৎসাসেবা দেখেন। তাই আগামীকাল কলেজ ও হাসপাতালে দুই ঘন্টা কর্মবিরতি পালন করবে চিকিৎসকরা। এরপরও স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা না নিয়ে বাধ্য হয়ে আমাদের বুধবার কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন করতে হবে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহ মোঃ সারোয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। সেই সাথে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমানকে অধ্যক্ষ এবং সার্জারী বিভাগের সহযোগি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ার হোসেনকে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়। এরপর জনপ্রিয় এই অধ্যাপক এবং চিকিৎসক ডাঃ মাহফুজার রহমানকে অধ্যক্ষ পদ থেকে অপসারণসহ বদলীর দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচী পালন করেছে রংপুর মেডিকেল কলেজের একটি অংশ । অপরদিকে অধ্যক্ষ ডাঃ মাহফুজার রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন-সমাবেশ হচ্ছে প্রতিনিয়ত ।