রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeসারাবাংলাঢাকার হত্যা মামলার আসামিকে রংপুরে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

ঢাকার হত্যা মামলার আসামিকে রংপুরে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

জয়নাল আবেদীন: ঢাকার খিলক্ষেত এলাকায় বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে পুলিশ কনস্টেবলকে হত্যার প্রধান অভিয্ক্তু ট্রাক চালককে রংপুরে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম সাংবাদিকদের জানান গত ২৬ অক্টোবর গভির রাতে ট্রাক নিয়ে ৩০০ ফিট হতে কুড়াতলী রাস্তায় বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে যাবার সময় কুড়াতলী এলাকায় বাংলাদেশ পুলিশের একটি গাড়ির পিছনদিকে ধাক্কা দিলে গাড়ির ড্রাইভার কনস্টেবল মোঃ রায়হান সরকার ও কনস্টেবল মোঃ লিয়াকত আলীকে গুরুতর আহত করে । তাৎক্ষনিকভাবে ডিউটিরত পুলিশ কর্মকর্তা উক্ত কনস্টেবলদ্বয়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দেয়। পরে ২৬অক্টোবর রাত ১টায় ড্রাইভার কনস্টেবল মোঃ রায়হান সরকারকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নিজে বাদী হয়ে খিলক্ষেত থানায় অজ্ঞাতনামা ট্রাক চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তদন্তে উক্ত সময়ে ট্রাকচালক হিসেবে মো: রিপন এর নাম পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসির একটি আভিযানিক দল গত মংগবার রাত ৮টায় রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন গজঘন্টা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়দেব কাগজিপাড়ায় অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলা ও সদরের উজিত ধরনী বাড়ী এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে মোঃ রিপন মিয়া কে গ্রেফতার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments