এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটের কালাই উপজেলার আফলাপাড়া গ্রামে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল চালক শাহিনুর রহমান (২৫) নিহত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে কালাই উপজেলার বাঁশের ব্রীজ এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দূঘর্টনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহত শাহিনুর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান দক্ষিণপাড়ার মৃত ছানাউল্লাহর ছেলে। তিনি মহাস্থান বাজারে কাঁচা মালের আড়ৎ ব্যবাসী। আফলাপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে জামাই।
শশুর মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাতে মোটরসাইকেল নিয়ে জামাই তার বাড়ীতে বেড়াতে আসেন। আজ বুধবার সকালে মহাস্থান বাজারে আড়তে যাওয়ার জন্য সকালে নাস্তা করে মোটরসাইকেল নিয়ে রওনা দেন। এর কিছুক্ষণ পর খবর পান বাঁশের ব্রীজ এলাকায় কোনো এক যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে পরে গিয়ে ঘটনাস্থলেই সে মারা গেছে।
কালাই থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।