সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeশিক্ষাজনগণের কাঙ্খিত কলেজ ও হাসপাতাল বির্নিমানের প্রত্যয় রমেকের নবনিযুক্ত অধ্যক্ষের

জনগণের কাঙ্খিত কলেজ ও হাসপাতাল বির্নিমানের প্রত্যয় রমেকের নবনিযুক্ত অধ্যক্ষের

জয়নাল আবেদীন: সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনগণের কাঙ্খিত কলেজ ও হাসপাতাল বির্নিমানের প্রত্যয় ব্যক্ত করেছেন রংপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শরিফুল ইসলাম। বুধবার সকালে কলেজে যোগদান করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষার্থীরা। সেই সাথে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

অধ্যাপক ডাঃ শরিফুল ইসলাম বলেন, বিগত সময়ে অধ্যক্ষ নিয়োগ স্বাভাবিক প্রক্রিয়ায় হলেও এবার কঠোর আন্দোলনের ভেতর দিয়ে ফ্যাসিস্ট, স্বৈরাচারের দোসরদের হারিয়ে নতুন করে অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই কলেজ, শিক্ষা ব্যবস্থা, হাসপাতালসহ সব জায়গায় ক্রুটি-বিচ্যুতি রয়েছে। সমস্যা সমাধানে মানুষ হিসেবে আমার সামান্য সমার্থ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো। তবে আমি জোর গলায় বলতে চাই, কোন ধরনের আর্থিক দূর্নীতিগ্রস্থ হিসেবে আমি চিহ্নিত হলে নির্দ্বিধায় আমি পদ থেকে চলে যাবো।

আন্দোলন করার প্রয়োজন হবে না। আমি চাই সকলকে নিয়ে সুষ্ঠুভাবে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল চলুক। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান পদায়ন করা হয়। নবনিযুক্ত অধ্যক্ষকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে হাসপাতালের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীরা বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন, কর্মবিরতিসহ নানা কর্মসূচী পালন করে। আন্দোলনের মুখে মঙ্গলবার অধ্যাপক ডাঃ মাহফুজার রহমানকে ওএসডি করে দিনাজপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডাঃ শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments