জয়নাল আবেদীন: সহকর্মীকে চিকিৎকের প্রতি আস্থা ও বিশ্বাস থাকবে এটাই স্বাভাবিক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ শাহীন শাহ এমনিভাবে বিশ্বাস করে কার্ডিওলজি বিভাগের সহকর্মী সিনিয়র কনসালটেন্ট ডাঃ মাহাবুবুর রহমানের অধীনে ভর্তি করেন তাঁর আপন খালু রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আফজাল হোসেনকে (৬৫)। স্বাভাবিক অবস্থায় থাকা এনজিওগ্রাম করে রক্তনালীতে রিং (স্টেন্ট) লাগাতে গিয়ে তা ছিদ্র করে ফেলেন। অতপর হার্টের রক্তানালী ছিদ্র হওয়ায় রক্তক্ষরণে কয়েকঘন্টা পরে মারা যান আফজাল হোসেন। এমন ‘ভয়ংকর মৃত্যুর’ বর্ণনা উঠে এসেছে একজন চিকিৎসক এবং ক্যাথল্যাবে (যেখানে রিং পরানো হয়) কর্মরত সিনিয়র স্টাফ নার্সের মধ্যে কথোপকথনে। সেই ডাঃ মাহাবুবুর রহমানের রিং পরানো সম্পর্কিত অডিও ক্লিপ সাংবাদিকের হাতে এসেছে। আর এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে গত বছরের ৭ নভেম্বর ।
এদিকে এনজিওগ্রাম করে রিং লাগাতে গিয়ে ডাক্তার হয়ে হার্টের রিং (স্টেন্ট) বিক্রি করেন,হার্টের রক্তনালীতে একটি রিং পরিয়ে তিনটির টাকা নেন, রক্তনালীতে ব্লক না থাকলেও ব্লক আছে বলে ‘আতংকিত’ করে তোলেন এমন সব অভিযোগের সঙ্গে আফজাল হোসেনসহ আরেকজন রোগীর মৃত্যুর লিখিত অভিযোগের মুখোমুখি এখন ডাঃ মাহাবুবুর রহমান।ওই অডিও ক্লিপে একজন চিকিৎসক সিনিয়র ওই স্টাফ নার্সের নিকট জানতে চান কীভাবে ৭ নভেম্বর ডাঃ মাহাবুবুর রহমান অধীনে চিকিৎসারত অবস্থায় আফজাল হোসেন মারা যান। উত্তরে ওই নার্স জানান ওইদিন ডাক্তার মাহবুব পাঁচটি এনজিওগ্রাম করার পর দুপুরে পরীক্ষা-নিরিক্ষা ও পস্তুতি ছাড়াই আফজাল হোসেনকে ক্যাথল্যাবে নিয়ে এসে এনজিওগ্রাম করেন। এনজিওগ্রামে হার্টের একটি রক্তনালী সম্পূর্ণভাবে বøক ছিল এবং ডাঃ মাহবুব সেটাতে রিং পরানোর জন্য ওইদিন দুপুর দেড়টায় ক্যাথল্যাবে কর্মরত নার্স ও টেকনিশিয়ান খোরশেদকে তাগাদা দেন।
ডাঃ মাহাবুবকে সম্পূর্ণভাবে ব্লক রক্তনালীতে রিং লাগাতে নিবৃত্ত করতে চেষ্টা করলে ডাঃ মাহবুব ক্ষিপ্ত হয়ে ওই নার্সকে ‘বকাঝকা’ করেন। ওই বন্ধ রক্তনালীতে একটার পর একটা রিং লাগানো ওয়্যার ও বেলুন ঢুকিয়ে সম্পূর্ণরুপে বন্ধ রক্তনালী খুলতে চেষ্টা করেন। ফলে রক্তনালী ফেটে যায়।
নাম প্রকাশ না শর্তে একজন কার্ডিওলজিস্ট জানান, রক্তনালী সম্পূর্ণরুপে বøক থাকলে অত্যাধুনিক উন্নত যন্ত্রপাতির প্রয়োজন হয়, যেটা রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেই। অথচ ডাঃ মাহাবুব জোর করে রিং ওয়্যার ও বেলুন ঢোকানোর কারণে রক্তনালী ফেটে যায়। এরপর মাহাবুব ক্যাথল্যাবের কার্যক্রম বন্ধ করে রেজিস্ট্রার খাতায় ইংরেজিতে লিখে আফজালের মৃত্যুর দায় এড়ানোর চেষ্টা করেন। রেজিস্টার খাতার এই দুইটি কপিও এখন সাংবাদিকদের হাতে। ওই নার্স বলেন পরবর্তীতে ওই রোগীকে সিসিইউতে নিয়ে কোন ধরনের সুরক্ষা ছাড়াই রোগীর হার্টের ভিতর থেকে রক্ত বের করে ওই রোগীর হাতে লাগানো ক্যানোলা দিয়ে সেই রক্ত রোগীর শরীরে প্রবেশ করাতে থাকেন ডা. মাহাবুব। ফলে একপর্যায়ে তিনি মারা যান।কথোপকথনে ওই নার্সিং কর্মকর্তা বলেন ডা. মাহবুব প্রতিটি এনজিওগ্রামে ব্যবহৃত নিডিল, ক্যাথেটার, এক্সটেনশন টিউব তাঁর নিকট থেকে কিনতে বাধ্য করেন এবং পাঁচ- ছয়শত টাকার জিনিস আড়াই হাজার থেকে তিন হাজার টাকায় বিক্রি করেন। প্রতিটি এনজিওগ্রাম থেকে তিনি তিন থেকে চার হাজার টাকা অবৈধভাবে উপার্জন করেন। ওইদিন পাঁচটি এনজিও গ্রাম করে বিশ হাজার টাকা অবৈধ আয় করেন।নার্সিং কর্মকর্তা এক পর্যায়ে ডাঃ মাহাবুবকে ‘কসাই’ বলেও অ্যাখ্যায়িত করেন।ওই নার্স আরো বলেন প্রতিটি এনজিও গ্রাম করে রোগীকে এনজিও গ্রামের টেবিলে রেখে ডাঃ মাহবুবের ক্যাথল্যাবের ভেতরের নিজের রুমে রোগীর লোককে ডেকে মৃত্যু ভয় দেখিয়ে রিং লাগানোর জন্য আতংকিত করেন। তিনি নিজেই অবৈধভাবে রিং বিক্রি করেন কিন্তু টাকা গ্রহণের রিসিট সরবরাহ করেন না।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর রমেক হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন একই হাসপাতালের প্লাষ্টিক সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শাহিন শাহ্। গত বছরের ৭ নভেম্বর ডা. মাহাবুবের অধীনে রিং পরানোর পর মারা যান ডাঃ শাহিন শাহ’র খালু আফজাল হোসেন (৬৫)। অন্যদিকে, ডাঃ মাহাবুবুর রহমানের বিরুদ্ধে হার্টের রক্তনালীতে রিং পরিয়ে ভুলচিকিৎসা ও অবহেলায় স্বামী লাল মিয়া (৫০) মারা যাওয়ার ৮ নভেম্বর আরেকটি লিখিত অভিযোগ করেন গাইবান্ধা সাঘাটা উপজেলার কচুয়া গুজাপাড়া গ্রামের মোসা. ফরিদা বেগম।
এদিকে ডাঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গত ৭ ডিসেম্বর তিন সদস্যের ‘তদন্ত কমিটি’ গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিতে কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. হরিপদ সরকারকে সভাপতি ও হাসপাতালের উপপরিচালক আ.ম. আখতারুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুজ্জামান। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।এদিকে চতুর চিকিৎসক ডাঃ মাহবুবুর রহমান তার চেম্বারের সামনে বিভিন্ন ডিগ্রি উল্লেখ করে আগের টাঙ্গানো নেমপ্লেট সরিয়ে নিয়েছেন। সেখানে এখন শুধু নিজের ও পদবি উল্লেখ করে নতুন নেমপ্লেট টাঙ্গানো হয়েছে। হঠাৎ দীর্ঘদিন ধরে টাঙ্গানো নেমপ্লেট পরিবর্তন করায় তার ডিগ্রি নিয়েও নানান প্রশ্ন উঠেছে সাধারণ রোগীদের মাঝে ।