শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলামাধবদীতে টেক্সটাইল মিল মালিককে পিটিয়ে হত্যা, আটক ৪

মাধবদীতে টেক্সটাইল মিল মালিককে পিটিয়ে হত্যা, আটক ৪

বাংলাদেশ প্রতিবেদক: নরসিংদীর মাধবদীর কাঠালিয়ায় টেক্সটাইল মালিক-শ্রমিকদের বাগবিতণ্ডায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কাঠালিয়া ইউনিয়নের কৌলাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পাওয়ারলুম মালিক ওই গ্রামের আলকাছ মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪৭)।

ওসি মোহাম্মদ নজরুল ইসলাম আরো জানান, খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

এঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে গ্রামবাসীর সহযোগিতায় চারজন পাওয়ালুম শ্রমিককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। তিনি আটককৃতদের নাম তদন্তের স্বার্থে বলছেন না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments