রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
Homeআন্তর্জাতিকএমিরেটস ফ্লাইট ট্রেনিং একাডেমীতে গ্রাজুয়েট প্রাপ্ত হলেন ৮৫ জন পাইলট

এমিরেটস ফ্লাইট ট্রেনিং একাডেমীতে গ্রাজুয়েট প্রাপ্ত হলেন ৮৫ জন পাইলট

স্বপন কুমার কুন্ডু: দুবাইয়ের এমিরেটস ফ্লাইট ট্রেনিং একাডেমীর পঞ্চম গ্রাজুয়েশন অনুষ্ঠানে ৮৫জন ক্যাডেটকে সম্প্রতি গ্রাজুয়েশন প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এবারের ব্যাচে সর্বোচ্চ সংখ্যক পাইলট গ্রাজুয়েশন প্রাপ্ত হলেন। গ্রাজুয়েটপ্রাপ্ত পাইলটরা এখন এভিয়েটর হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতার অধিকারী। এমিরেটস এর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে।

৮৫জন পাইলটের মধ্যে ৬৭জন ইউএই’র এবং বাকী ১৮জন বিভিন্ন দেশের নাগরিক। ২০২৪ সালে এসকল ক্যাডেটরা ১১৩ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ লাভ করেছেন। এসময় তারা ১,১০০ ঘণ্টা গ্রাউন্ড ট্রেনিং এবং ২৭০ ঘন্টা ফ্লাইট ট্রেনিং সম্পন্ন করেন।

একাডেমিটি এডভান্সড ডিপ্লোমা ইন পাইলট লাইসেন্সিং ট্রেনিং (এরোপ্লে) প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছে। এমিরেটস ফ্লাইট ট্রেনিং একাডেমীর গ্রাজুয়েটরা এই ডিপ্লোমা পাওয়ার যোগ্য হবেন, যা তাদেরকে ভবিষ্যৎ পেশাদার পাইলট হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সুদৃঢ় একাডেমীক ভিত্তি প্রদান করবে। ডিপ্লোমা কোর্সের ৯৪ ক্রেডিট ঘন্টা যেকোন বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর বা মাস্টার ডিগ্রী অর্জনের সুযোগ করে দেবে।

দুবাইয়ের দক্ষিণ অংশে অবস্থিত এমিরেটস ফ্লাইট একাডেমি সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। একাডেমিতে ক্যাডেটদের জন্য ৩২টি প্রশিক্ষণ বিমান রয়েছে এবং পূর্বের কোন অভিজ্ঞতা ছাড়াই একাডেমি এখান থেকে উড্ডয়ন প্রশিক্ষণ নেয়ার সুযোগ দিয়ে থাকে।

এমিরেটস ফ্লাইট ট্রেনিং একাডেমি ইতিহাসে নতুন এক অধ্যায় সূচিত হতে যাচ্ছে, কারন ২০২৫ এর প্রথম দিকে এটি ইউরোপীয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সী (EASA) এক্রেডিটেশন লাভ করবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments