শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
Homeসারাবাংলাশিবগঞ্জের চৌকা সীমান্তের ঘটনায় বিজিবি-বিএসএফ'র অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক

শিবগঞ্জের চৌকা সীমান্তের ঘটনায় বিজিবি-বিএসএফ’র অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক

ফেরদৌস সিহানুক শান্ত: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় তিন দফা বিজিবি-বিএসএফ’র মধ্যে চলা বৈঠক শেষে কাঁটাতার বেড়া নির্মাণ করা থেকে সরে গেছেন বিএসএফ। বুধবার দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে বিজিবি-বিএসএফ’র অধিনায়ক পর্যায়ের তৃতীয় দফা পতাকা বৈঠক এ সিদ্ধান্ত হয়।

বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চৌকা বিওপির অধীনস্ত পিলার নং ১৭৭ এর ১এস, ২ এস এলাকায় ১২’শ গজ এলাকায় কাঁটাতারের কোন বেড়া নেই। গত দু’দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারের বেড়া দেয়ার জন্য মাটি খনন কাজ করছিল। এতে বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং তাঁরা কাজ বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু আজও সকালে যখন তাঁরা কাজ করার চেষ্টা করে তখনও বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানালে সাথে সাথে কাজ বন্ধ করেছে এবং দুপুর ২টার দিকে অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে আমার উভয় পক্ষই সিদ্ধান্ত নিয়েছি, উর্ধতন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফ’র হেডকোয়াটারে চিঠি বা চুক্তিপত্র ছাড়া কোন ধরনের নির্মাণের কাজ করতে দেয়া হবে না। এর ধারাবাহিকতায় বুধবার বিকাল রাজশাহী সেক্টর কমান্ডার ও বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে মহাদিপুরে পতাকা বৈঠক রয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আতঙ্কের কোন কারণ নাই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা স্থানীয় জনগণকে আশ্বাস দিচ্ছি, বিজিবি সীমান্তে অতন্দ্র পহরী হিসাবে কাজ করছে। সেই সাথে আমাদের বিজিবির মোতায়েন জোরদার করা হয়েছে।

আমাদের যথেষ্ট জনবল আছে। অন্যান্য সময় যেভাবে সীমানা নিরাপত্তা রেখেছি, বর্তমান সময়েও সীমানা নিরাপত্তা থাকবে। দুই বাহিনীর চুক্তিপত্র ছাড়া সীমান্তে কোন কাজ হবে না।

উল্লেখ, শিবগঞ্জের চৌকা সীমান্ত এলাকায় ভারতের পক্ষ থেকে একেবারে সীমান্ত ঘেঁষে কাঁটাতার বেড়া নির্মাণের ঘটনায় বিজিবি-বিএসএফ’র মধ্যে ৩দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments