জয়নাল আবেদীন: বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
মঙ্গলবার রাত পৌণে ১১টায় পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফর পাড়া বাবন পুর গ্রামে শহীদ আবুসাঈদের বাড়িতে যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাতআলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এবিএম ওবায়দুল ইসলাম। তাঁরা আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কুশলবিনিময় শেষে আবু সাঈদের কবর জিয়ারত করেন।
এ সময় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।