বাংলাদেশ প্রতিবেদক: দুই বন্ধু। দুজনের বয়সই ১৪ বছর। মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। বেপরোয়া গতিতে চালানোয় কাল হলো তাদের। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় নিহত হয় দুজন।
শুক্রবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার জালাবাদ ইউনিয়নের গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুর কালীমন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো- মারুফ শেখ ও বাঁধন ফকির। মারুফ ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে ও জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র ছিল। বাঁধন একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে ও খালিয়া ইউনাইটেড একাডেমিতে নবম শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে দুই বন্ধু খালিয়া থেকে দুর্গাপুর বাজারে যাচ্ছিল। মোটরসাইকেলটি চালাচ্ছিল মারুফ। দুর্গাপুর কালীমন্দিরের কাছে এলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডা. বিচিত্র কুমার বিশ্বাস মারুফ ও বাঁধনকে মৃত্যু ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুজনে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।