বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeঅর্থনীতিসপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২৬৫৮ কোটি টাকা

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২৬৫৮ কোটি টাকা

বাংলাদেশ প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৫ জানুয়ারি থেকে ০৯ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যদিয়ে লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকা। অন্যদিকে কমেছে বাজার মূলধন।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়।

সূচকের উত্থান-পতনের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৩২ কোটি ৯৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯২ কোটি ৪৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকা।

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক ৪০ শতাংশ বা ২ হাজার ৬৫৮ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৯৫১ কোটি টাকা।

চলতি সপ্তাহে কমেছে ডিএসইর দুইটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫ দশমিক ১৯ পয়েন্ট বা ০ দশমিক ১০ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৬ দশমিক ৭০ পয়েন্ট বা ০ দশমিক ১৩৫ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৬ দশমিক ৮৪ পয়েন্ট বা ০ দশমিক ৫৯ শতাংশ।

এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১ কোটি ৫৩ লাখ টাকা বা ০.৪৪ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ১২ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments