সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeসারাবাংলাসীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বাংলাদেশ প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তরিক উদ্দিন নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তের শূন্যরেখায় ৪৮নং পিলারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত তরিক উদ্দিন (১৮) কক্সবাজার জেলার রামুর মহিষকুম গ্রামের আহমদ রশিদের ছেলে।

স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, তরিক উদ্দিনসহ আরও অনেকে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনত। এদিন তারা গরু আনতে সীমান্তের ৪৮নং সীমান্ত পিলারের কাছে গেলে বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়। পরে সঙ্গে থাকা লোকজন আহত তরিক উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে তরিক উদ্দিন নামের একজনের আহত হওয়ার খবর শুনেছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments