রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলামাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

আরিফুর রহমান: সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার দি‌কে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনা হলেন মো. বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯)। এর মধ্যে নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক ঢাকার কাচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে একটি পিকআপ নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক। পিকআপটি মুন্সিবাজারে এসে পৌঁছালে একটি গাড়ি পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এ সময় পিকআপটি রাস্তার পাশে পড়ে যায় ও ঘটনাস্থলেই মো. বাচ্চু মারা যান। খবর পেয়ে ভোর ৬টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মানিক নামে আরও একজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, রাতে তারা দক্ষিণবঙ্গের কোনো এলাকা থেকে পিকআপ নিয়ে ঢাকায় ফিরছিলেন। কুয়াশার কারণে পেছন থেকে কোন গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, ভোর ৬টার দিকে প্রথমে একজন রোগীকে আনা হয়। সে সময় পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি। পরে ১ ঘণ্টা পর আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার উপসহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় ১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করি। আরেকজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments