রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলারংপুরে পাঁচটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

রংপুরে পাঁচটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

জয়নাল আবেদীন: রংপুরে পাঁচটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে রংপুর-২ আসনে এখনও কাউকে দেওয়া হয়নি। শনিবার প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের জেলা আমির গোলাম রব্বানী। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পুরোদমে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে পথসভা থেকে শুরু করে জনসভা করছে দলটি। দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়তে প্রস্তুতি নিচ্ছে।

রংপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শুধু রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে এখনও প্রার্থীর নাম প্রকাশ করেনি দলটি।তবে দলের বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে এই আসনে জামায়াতের শীর্ষ নেতা বর্তমানে কারাবন্দী এটিএম আজহারুল ইসলাম নিশ্চিত মনোয়নয়ন পাবেন ।রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রব্বানী এ প্রতিনিধিকে বলেছেন । রংপুরের সম্ভাব্য প্রার্থীরা হলেন রংপুর-১ (গংগাচড়া ও সিটি করপোরেশনের আংশিক) আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪ (পীরগাছা- কাউনিয়া) আসনে রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন। অপরদিকে বিভিন্নসূত্র থেকে জানা গেছে রংপুর ১ গংগাচড়া রংপুর ২ বদরগঞ্জ তারাগঞ্জ এবং রংপুর ৫ মিঠাপুকুর এই তিনিটি আসনে জামায়াত শক্ত অবস্থানে রয়েছে ।

জামায়াতের জেলা আমির গোলাম রব্বানী আরও বলেছেন, এটা দলের প্রাথমিক যাচাই-বাছাই ও মূল্যায়ন। জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হলে তখন কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। কালো টাকা এবং পেশীশক্তির প্রভাবমুক্ত নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব দেখতে চায় জামায়াত সহ দেশের মানুষ। এজন্য জামায়াতে ইসলামীর সবস্তরের নেতাকর্মীদের মধ্যে দল গোছানো এবং নির্বাচনের প্রস্তুতি গ্রহণের কর্মপরিকল্পনা শুরু হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments