বিমল কুন্ডু: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। যেন-তেন প্রকার নির্বাচন জনগন মেনে নেবেনা। বর্তমান ভোটার তালিকায় প্রায় ২ কোটি ভূয়া ভোটার রয়েছে। নতুন করে ভোটার তালিকা প্রনয়ন করতে হবে। এছাড়াও সরকারের ভিতরে ও বাহিরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে হবে। নতুন করে আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। গনহত্যাকারী ও ফ্যাসিবাদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর বিশাল গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামী ওই গনসমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, জামায়াতে ইসলামী, শাহজাদপুর উপজেলা শাখার আমির ও আগামী সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুল রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা শাহীনুর আলম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম ও সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা শাখার আমীর আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলার আমীর অধ্যাপক শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা শাখার সেক্রেটারি মাষ্টার মাওলানা আব্দুল মালেক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম আরও বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা ও তার দোসরদের বাংলাদেশে ফিরে আসার আর কোন সম্ভাবনা নেই। তাদের আসতে হলে ফাঁসির মঞ্চে আসতে হবে। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে মানুষ ইসলামের পক্ষে রায় দেবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ ‘।
গণসমাবেশ শেষে সমাবেশ স্থল থেকে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে শেষ হয়। গনসমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।