রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে অবৈধ-বেআইনী লেনদেন ও অনিয়মের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে অবৈধ-বেআইনী লেনদেন ও অনিয়মের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ

ফেরদৌস সিহানুক: চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অবৈধ-বেআইনী লেনদেনের বিরুদ্ধে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। বুধবার দুপুর ১২টার দিকে জেলা কারাগারের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে জেল সুপার ও জেলারের নেতৃত্বে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট। কারাগারে সিট বানিজ্যসহ বিভিন্ন বন্দিদের কাছে আইনের দোহাই দিয়ে টাকা আদায় করা হচ্ছে। এর নির্দিষ্ট পরিমাণ টাকা কারা কর্তৃপক্ষের পকেটে যায়। অবিলম্বে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে। আগামী সাত দিনের মধ্যে সকল অনিয়ম-দুর্নীতি ও অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ন আহ্বায়ক আহমেদ ইমতিয়াজ পারভেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আশিক তানভির, সদস্য সচিব মো. পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোতাসিন বিশ্বাস, নিরাপদ সড়ক আন্দোলনের নেতা সাদ হোসেন মুজাহিদসহ অন্যরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments