জয়নাল আবেদীন: ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাংচুর ও বন্ধের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও এবং স্বারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি। বুধবার দুপুরে রংপুরের বদরগঞ্জ, কাউনিয়া, পীরগাছা, সদরসহ ৮ উপজেলা থেকে ভাটা মালিক-শ্রমিকরা ব্যানার-ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল করে। এরপর তারা জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায় ুপরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর ৭ দফা দাবী সম্বলিত স্বারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলার সহ-সভাপতি আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, ওয়াহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক এম আজিজুল হক, কোষাধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি সহ অন্যরা। স্বারকলিপিতে বলা হয়, ২০১৩ সালের ইট ভাটা নিয়ন্ত্রণ আইনের জিগ জ্যাগ ভাটা বৈধ পদ্ধতি উল্লেখ থাকলেও এই আইনের ‘দুরুত্ব নির্দিষ্ট’ করণের কারণে দেশের কিছ ুজিগজ্যাগ ইট ভাটার মালিকরা ছাড়পত্র পাচ্ছে না। ইতো মধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড কিলুন এবং ট্যানেল কিলনের ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দুরুত্ব এক হাজার মিটার পরিবর্তে ৪শ মিটার নির্ধারণ করেছে। তাই জিগজ্যাগ ভাটার জন্য নিষিদ্ধ এলাকায় ৪শ মিটার ও বনের দুরুত্ব ৭শ মিটার করতে হবে, জিগজ্যাগ ইট ভাটায় মোবাইল কোর্ট বন্ধ করতে হবে, অন্যত্থায় ইট প্রস্তুতকারীরা ভ্যাট-ট্যাক্স দেওয়া বন্ধ করবে, ইটভাটা বন্ধ করতে হলে সরকারীভাবে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা, মাটি টাকার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করা, পরিবেশ ছাড়পত্র, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্রাদি ইস্যু ও নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়ন পত্র বাধ্যতামূলকভাবে জমা দেয়া, ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষণা করা এবং ইট ভাটা পরিচালায় দীর্ঘ মেয়াদী পূর্নাঙ্গ নীতিমালা প্রণয়নের দাবী জানানো হয়।
রংপুর জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক এম আজিজুল হক বলেন, রংপুর বিভাগে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলছে। এসব কাজে রংপুরের ভাটা থেকে বিপুল পরিমান ইট স্বল্পমূল্যে সেখানে সরবরাহ করা হচ্ছে। এতে কওে সরকারের উন্নয়ন ব্যয় কমছে। ইট শিল্পের সাথে রংপুরের লক্ষ লক্ষ শ্রমিক জড়িত রয়েছে। বিভিন্ন সময় অভিযানের নামে ইট ভাটায় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর হানা দিয়ে জেল-জরিমানা আদায় করছে। সম্প্রতি ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাংচুর ও বন্ধকরে দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। এটি যদি অবিলম্বে বন্ধ করা না হয়, তবে ঈদের পর বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ইট প্রস্তুতকারক মালিক-শ্রমিকরা।