শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাদাঁড়িয়ে থাকা আলুভর্তি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, দুইজন নিহত

দাঁড়িয়ে থাকা আলুভর্তি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, দুইজন নিহত

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দাঁড়িয়ে থাকা আলুভর্তি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুন্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ক্ষেতলাল উপজেলার হারাকুলা গ্রামের আজিজার রহমানের ছেলে দুলাল হোসেন (৩৫) ও একই উপজেলার কাজীপাড়া গ্রামের মোল্লা হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্দাইল এলাকায় সড়কে একটি আলুভর্তি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় ইটাখোলা বাজারের দিকে একটি মোটরসাইকেলে চড়ে দুইজন যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। পথে তারা ওই আলু ভর্তি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জহুরুল মারা যান। অপরজন দুলালকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ক্ষেতলাল থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল আলম বলেন, সড়কে আলুর একটি লোড ট্রাক থামানো ছিল। ট্রাকের চালক ও হেলপার ট্রাক থেমে ইফতারের জন্য নেমেছিল। এসময় বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেল ট্রাকের সামনে লেগে দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments