শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Homeশিক্ষাপ্রতিবন্ধী ও এতিম শিশুদের নিয়ে ইবি বুননের ইফতার

প্রতিবন্ধী ও এতিম শিশুদের নিয়ে ইবি বুননের ইফতার

মানিক হোসেন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’ এর উদ্যোগে প্রতিবন্ধী ও এতিম শিশুদের নিয়ে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ক্যাম্পাস পার্শ্ববর্তী পদমদী প্রতিবন্ধী এতিমখানায় অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ আয়োজন করে সংগঠনটি।

এ সময় সংগঠনটির সভাপতি সাজিয়া তাসনিম আপন, সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স, সংগঠনের সাবেক সভাপতি নাহিদুর রহমান ও সহ সভাপতি জেবুন্নাহার জেবুসহ সংগঠনটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স বলেন, আমাদের এই বুনন সংগঠন থেকে যতটুকু সম্ভব সুবিধাবঞ্চিতদের সাহায্য করার চেষ্টা করে থাকি। সবাই দোয়া রাখবেন যেনো প্রতিবছর এভাবে সুবিধাবঞ্চিতদের সাহায্য করতে পারি। আজ এই শিশুদের সাথে সময় কাটিয়ে আমরা যেনো শৈশব চলে গিয়েছি।

সংগঠনটির সাবেক সভাপতি নাহিদুর রহমান বলেন, ২০২০ সালে বুননের সাধারণ সদস্য হিসেবে বাচ্চাদের সাথে এখানে এসে প্রথম ইফতার করি। আজ দীর্ঘ পাঁচ বছর পর আবারো বাচ্চাদের সাথে ইফতার করতে পেরে আমি খুবই আনন্দিত। এভাবে সুবিধা বঞ্চিতদের সাথে বুননের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনটির বর্তমান সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, আমরা সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করি। বইমেলা বা বিভিন্ন ইভেন্ট থেকে উপার্জিত অর্থ দিয়ে সুবিধাবঞ্চিত এসব এতিম শিশুদের সাহায্য করার চেষ্টা করি। তাদেরকে একবেলা ইফতার করাতে পেরে ভালো লাগছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments