শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাভূঞাপুরে বঙ্গবন্ধু সেনানিবাস ও কলেজের নাম পরিবর্তন

ভূঞাপুরে বঙ্গবন্ধু সেনানিবাস ও কলেজের নাম পরিবর্তন

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে ‘যমুনা সেনানিবাস’ এবং বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে ‘যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’ নাম করণ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ আলী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। গত ১০ মার্চ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ আলী স্বাক্ষরিত স্মারক নং ২৩.০০.০০০০.১৫০.১৬.০৫২.২৫.৭২ তারিখ- ১০ মার্চ ২০২৫ নম্বর পত্রে ১৬ টি প্রতিষ্ঠান ও স্থানের নাম পরিবর্তন করে নতুন নাম করণ করা হয়। এই তালিকার প্রথমেই ভূঞাপুরের বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে ‘যমুনা সেনানিবাস’ এবং ১১ নম্বরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে ‘যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’ নাম করণ করা হয়।

এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান ও স্থান গুলো হলো- বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস- মিঠামইন সেনানিবাস, শেখ হাসিনা সেনানিবাস- বরিশাল সেনানিবাস, শেখ রাসেল সেনানিবাস- পদ্মা সেনানিবাস, বঙ্গবন্ধু কমপ্লেক্স- বিএমএ একাডেমিক কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্স- ৯১ও২)- আর্টিলারী সেন্টার এন্ড স্কুল, মুজিব রেজিমেন্ট আর্টিলারি- ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, এডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘর-বাংলাদেশ সামরিক জাদুঘর, বঙ্গবন্ধু রেজিমেন্ট আর্টিলারি চরমোনাজাত-রেজিমেন্ট আর্টিলারি,জাজিরা, বঙ্গবন্ধু জাদুঘর ঢাকা সেনানিবাস- স্বাধীনতা জাদুঘর, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ভূঞাপুর-যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জলসিঁড়ি- আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাজিরা- জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ- বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, শেখ কামাল কমপ্লেক্স- ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স ও মুজিব ব্যাটারি সড়ক- গোলন্দাজ সড়ক নাম করণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments