শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Homeশিক্ষারমেকের ডাক্তার মাহাবুবকে চান না সহকর্মীরা, অন্যত্র বদলির দাবিতে মহাপরিচালক বরাবর চিঠি

রমেকের ডাক্তার মাহাবুবকে চান না সহকর্মীরা, অন্যত্র বদলির দাবিতে মহাপরিচালক বরাবর চিঠি

জয়নাল আবেদীন: অপচিকিৎসায় দুই রোগীর মৃত্যুসহ রিং বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ ওঠা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. মাহবুবুর রহমানকে অন্যত্র বদলি বা পদায়ন করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এবার একই বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল চিকিৎসক একযোগে পরিচালকের মাধ্যমে স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছেন।

মঙ্গলবার কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রারসহ ১১ জন চিকিৎসক সহকর্মী ডা. মাহাবুবুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ তাকে অন্যত্র পদায়ন বা বদলির আবেদন জানিয়ে ওই চিঠি দেন।কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হরিপদ সরকার, সহযোগী অধ্যাপক ডা. রবীন্দ্র নাথ বর্মন, সহকারী অধ্যাপক ডা. মো. আবু জাহিদ, সহকারী অধ্যাপক ডা. হাসানুল ইসলাম, জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. আশেকুর রহমান, এবং সহকারী রেজিস্ট্রার ডা মো. আব্দুল আলীম সরকারসহ ১১ জন চিকিৎসক এতে স্বাক্ষর করেন। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে ১১ চিকিৎসকের দেওয়া চিঠিটিও এই প্রতিবেদকের কছে এসেছে।

স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক বরাবর দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, ‘কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. মাহবুবুর রহমান কর্তৃক হার্টের রক্তনালীতে রিং পরানোর অনিয়ম নিয়ে ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা স্বাস্থ্য অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লিখিত অভিযোগ করেছেন। যার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর এবং রমেক হাসপাতাল কর্তৃক গঠিত পৃথক দুটি তদন্ত কমিটি তদন্তও করেছেন। কিন্তু, অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বস্থ সূত্রে আমরা জেনেছি যে, ডা. মো. মাহবুবুর রহমান অভিযোগকারীদেরকে নানা রকম ভয়ভীতি ও অর্থনৈতিক প্রলোভন দেখিয়ে উত্থাপিত অভিযোগসমূহ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে আসছেন।’

চিঠিতেও চিকিৎসকগণ আরো বলেন, ‘ডা. মো. মাহবুবুর রহমান রমেক হাসপাতালের ক্যাথল্যাবের নীতিমালা লঙ্ঘন করে অনিয়ম করেছেন, ডাক্তার হিসেবে রিং বিক্রির নিয়ম না থাকলেও তিনি নিজেই রোগীদের কাছে উচ্চমূল্যে রিং বিক্রি করেছেন। বিষয়টিতে কার্ডিওলজি বিভাগে কর্মরত আমরা সকলেই অত্যন্ত বিব্রত এবং প্রতিনিয়ত রোগীদের এবং চিকিৎসক সমাজের নিকট থেকে নানা রকম বিরূপ মন্তব্য ও অভিযোগের সম্মুখীন হচ্ছি। অনেকেই প্রায়ই আমাদেরকে প্রশ্ন করেন তিনি কি আবারও এই বিভাগে ফিরে আসবেন এবং একই ধরনের কার্যক্রম করবেন। আমরা আমাদের অন্যান্য সহকর্মী চিকিৎসক এবং উদ্বিগ্ন রোগীদের এই ধরনের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারি না।

হাসপাতাল সূত্রে জানা যায় ডা. মো. মাহাবুবুর রহমানের বিরুদ্ধে রিং বাণিজ্য ও রোগী মৃত্যুর বেশ কয়েকটি অভিযোগ উঠেছে।এসব অভিযোগের তদন্ত চলমান থাকায় কার্ডিওলজি বিভাগে ক্যাথল্যাবে তার ইউনিট বন্ধ করা হয়েছে। লিখিত অভিযোগে ফরিদা বেগম বলেন, ২০২৪ সালের ২৭ নভেম্বর ডা. মাহবুবুর রহমান তার স্বামী লাল মিয়ার এনজিওগ্রাম করেন এবং অপারেশন করে হার্টের রক্তনালীতে রিং পরান। প্রেসার কম থাকার পরও রিং পরানো হয়। এর চারদিন পর ডা. মাহবুবুর রহমানের অধীনে চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামী মারা যান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments