রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাআসামিদের দ্রুত ফাঁসি কার্যকর চাইলেন আবরারের বাবা

আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর চাইলেন আবরারের বাবা

বাংলাদেশ প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর ও পলাতক আসামিদের গ্রেপ্তার করে বিচার সম্পন্নের দাবি জানিয়েছেন আবরারের বাবা বরকত উল্লাহ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে মানববন্ধনের এমন দাবি জানান তিনি।

এসময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজও উপস্থিত ছিলেন। আবরার ফাহাদের স্কুল কুষ্টিয়া জিলা স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থী অভিভাবক ছাড়াও মানববন্ধন অংশ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

এসময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, ন্যায়বিচারের স্বার্থে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা উচিত। তিনি জানান, আদালতের দেওয়া রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হলেও এখনো চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, আবরার হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা বিচার ব্যবস্থার প্রতি চরম অবহেলার প্রমাণ। বিশেষ করে মুনতাসির আল জেমির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা প্রশাসনিক ব্যর্থতার নজির বলেও মনে করেন তারা।

মানববন্ধনে শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ (বুলু), ছোট ভাই আবরার ফাইয়াজ, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুসহ কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সেখানে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং রায় বাস্তবায়নের দাবিও জানানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments