জয়নাল আবেদীন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে না আসতে পারলে গণতন্ত্রের বিজয় সূচিত হবে। জাতীয় নাগরিক পার্টি দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছে দল হিসেবে আওয়ামীলীগের বিচার করা, নিবন্ধন বাতিল ঘোষণাসহ তাদের দলের নাম ও মার্কা নিয়ে বাংলাদেশে কেউ কোন ভাবে রাজনীতি করতে পারবে না।
বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ গ্যাস ফ্যাক্টরী মাঠে ভ্যান শোভাযাত্রা শুরুর আগে তিনি সাংবাদিকদেও এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, দেশের মানুষের প্রত্যাশা যাদের হাত ধওে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, দেশ গণতান্ত্রিক পরিবেশে উত্তোরণের সুযোগ পেয়েছে, সেই তরুণদের হাত ধরে দেশের মানুষ আগামীর বাংলাদেশ বির্নিমান করতে চায়। সে যাত্রায় জাতীয় নাগরিক পার্টি কাজ শুরু করেছে। নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতের ভেতর দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। তবে নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে। দেশে ফ্যাসিবাদী, একনায়কতান্ত্রিক, অগণতান্ত্রিক ও জনগণের অধিকার বঞ্চিত করার সংবিধান দিয়ে দেশের শাসন কাঠামো পরিচালিত হবে তা দেশের মানুষ চায়না। দেশের মানুষ নতুন সংবিধান প্রত্যাশা করে। আশা করবো ক্রিয়াশীল ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষ গণপরিষদ নির্বাচনের বিষয়ে জনগণের আকাঙ্খার প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। অন্য রাজনৈতিক শক্তি যদি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা কওে তাহলে সংস্কার ও বিচার কার্যক্রম অতি দ্রæত সময়ের মধ্যে দৃশ্যমান কওে নির্বাচনের পথে অগ্রসর হওয়া সম্ভব। এতে এই সময় সীমার মধ্যে নির্বাচন হওয়ার মতবাস্তব পরিস্থিতি তৈরী হতে পারে। তিনি আওয়ামীলীগ ও জাতীয়পার্টি সম্পর্কে বলেন, আওয়ামীলীগ ও জাতীয় পার্টি যোগসাজশ কওে পরপর ৩টি ডামি নির্বাচন, প্রহসনের নির্বাচন করেছে। এই দুই দলের যোগসাজশে দেশের মানুষ গণতন্ত্রেও আবহ থেকে পরিপূর্ণভাবে বঞ্চিত ছিল। দীর্ঘ সময় ধওে ফ্যাসিবাদীদেও যাতাকলে পৃষ্ঠহওয়ার পেছনে ছিল এই দুটি রাজনৈতিক দল। দেশের ২০২৪ সালে যেন গণহত্যা সংগঠিত হয়েছিল তার প্রকাশ্য মদতদাতা সংগঠন আওয়ামীলীগ ও তাদের দোসর জাতীয়পার্টি। পিলখানা হত্যাকান্ড, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকান্ড, শাপলা হত্যাকান্ড ও জুলাই হত্যাকান্ডে ব্যক্তি হিসেবে আওয়ামীলীগের নেতাকর্মীরা এবং দল হিসেবে আওয়ামীলীগ জড়িত ছিল।তিনি বলেন, যারা গণহত্যার আনজাম দেয়, দেশের মানুষের উপর মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দেয়, গণতন্ত্রকে লুন্ঠন কওে নিয়ে যায়, এমন শক্তি কোনভাবে গণতন্ত্রেও পক্ষের শক্তি নয়। গণতন্ত্রকামীমানুষ ও দেশ কোনভাবেফ্যাসিবাদী শক্তিকে তাদের দেশে রাজনীতি করতে দেয়ার অধিকার রাখে না। তাই আমরা মনে করি আওয়ামীলীগ ও জাতীয় পার্টিও মতফ্যাসিবাদী শক্তি ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজনীয় উপাদান হতে পারেনা।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি’র সংগঠক আলমগীর নয়ন, তৌফিক ইসলামসহ অন্যরা। এরপর দুইশতাধিকভ্যানে নেতা কর্মীদের নিয়ে একটি শোভা যাত্রা পীরগাছার দেউতি, সৈয়দপুর, কদমতলা, পীরগাছা, নেকমামুদ, পাওটানা, ভাইয়ের হাট ও কাউনিয়ার টেপামধুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।