শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাকুয়াকাটা সমুদ্র সৈকতে বছরের প্রথম সূর্যোদয়

কুয়াকাটা সমুদ্র সৈকতে বছরের প্রথম সূর্যোদয়

মিজানুর রহমান বুলেট: পহেলা বৈশাখ, নববর্ষের প্রথম দিন। বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো এক নতুন বছর। পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে এবং বছরের প্রথম দিনের সূর্যোদয় দেখলেন কুয়াকাটায় সমুদ্র সৈকত আগত পর্যটকরা। সাগরকন্যা কুয়াকাটায় তীব্র গরম উপেক্ষা করে বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। নতুন বছরের প্রথম দিন অর্থ্যাৎ আজ সোমবার (১ বৈশাখ ) সকালে সূর্যোদয় দেখতে কুয়াকাটা সৈকতে হাজির হন দেশি বিদেশি পর্যটকরা।

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত। একই স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় সূর্যাস্ত। ফলে ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। মনোরম নৈসর্গিক দৃশ্যের হাতছানি ভ্রমণবিলাসী মানুষকে বারবার টেনে আনে সমুদ্রের কাছে। প্রতিবছর পহেলা বৈশাখে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়কাটা। কিন্তু প্রতি বছরের চেয়ে আশানুরূপ পর্যটক না থাকায় কিছুটা হতাশ পর্যটন ব্যবসায়ীরা।

পর্যটনমুখী ব্যবসায়ীদের ধারণা ছিল বাংলা ১৪৩১ সালের শেষ সূর্যাস্ত এবং বাংলা ১৪৩২ সালের প্রথম সূর্যোদয় দেখতে কুয়াকাটায় প্রায় অর্ধলক্ষাধিক পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটবে। কিন্তু এত স্বল্প সংখ্যক পর্যটক আসায় তারা হতাশ হয়েছে।

ঢাকা থেকে আসা পর্যটক মিলন বলেন, বন্ধুদের সঙ্গে বছরের প্রথম সূর্যোদয় দেখতে কুয়াকাটা এসেছি । নতুন সূর্যোদয়ের সঙ্গে জীবনের আরও একটি নতুন বছর শুরু হলো। নতুন বছরের সূর্য উদয় দেখতে পেরে খুশি তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments