শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাট্রেনের বগি লাইনচ্যুত: পশ্চিম রেলের ৫ ট্রেনের যাত্রা বাতিল

ট্রেনের বগি লাইনচ্যুত: পশ্চিম রেলের ৫ ট্রেনের যাত্রা বাতিল

স্বপন কুমার কুন্ডু: ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপঢাকা অভিমুখী ৫টি যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল করেছে। সোমবার (১৪ এপ্রিল) এ ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হয়। গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেন চলাচলে বিলম্বতা ও যাত্রীদের দুর্ভোগ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পাকশী বিভাগীয় রেল সূত্র জানায়, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ ৭৭৫/৭৭৬ সিরাজগঞ্জ এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী ৭৫৪/৭৫৪ সিল্কসিটি এক্সপ্রেস, চিলাহাটি-ঢাকা-চিলাহাটি আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় ৭৯৪/৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস এবং ঈশ্বরদী-ঢাকা- চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ-ডাউন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে ।

জানা গেছে, রবিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মৌচাক-জয়দেবপুর রেলস্টেশনের মধ্যবর্তী সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। বিকেলের দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সবশেষ সোমবার (১৪ এপ্রিল) রাত ৪টার দিকে বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শেষ হয়।

রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল জানান, ঈশ্বরদী-ঢাকা রেলরুট ট্রেন চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। এই রুট দিয়ে উত্তর-দণিাঞ্চলের সব যাত্রীবাহী, মেইল এবং লোকাল ট্রেন চলাচল করে। রবিবার দুপুরে চিলাহাটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ৪০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্থ হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আহসান জাবীর জানান, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মৌচাক-জয়দেবপুর সেকশনে মেইল লাইন ব্লক থাকায় কয়েকটি আন্তঃনগর ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঘটে। ট্রেনের বিলম্ব পরিহারের জন্য সোমবার ঢাকামুখী পাঁচটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments