শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাচুরির অপবাদ সইতে না পেরে নিজের গায়ে আগুন, না ফেরার দেশে চলে...

চুরির অপবাদ সইতে না পেরে নিজের গায়ে আগুন, না ফেরার দেশে চলে গেলেন সেই সবুজ

ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ সইতে না পেরে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করাঅটোরিকশাচালক মো. সবুজ (৩০) অবশেষে মারা গেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্ত্রী খুশি আক্তার।

সবুজ কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি চান্দিনা পৌরসভার বেলাশ্বর এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দুই সন্তানের জনক ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ এপ্রিল সন্ধ্যায় চান্দিনা উপজেলার সরকারি হাসপাতাল এলাকার কাছে চুরির অপবাদ দিয়ে সবুজের অটোরিকশা কেড়ে নেওয়া হয়। অপমান সহ্য করতে না পেরে তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তার শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়।

ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে জানা যায়, চান্দিনা হাসপাতাল রোডের ইউনুছ মিয়ার গ্যারেজে সবুজসহ তিনজন অটোরিকশা রাখতেন এবং পালাক্রমে পাহারার দায়িত্ব পালন করতেন। গত বছরের ৭ ডিসেম্বর রাতে ওই গ্যারেজ থেকে দুটি অটোরিকশা চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে চলতি বছরের ৪ মার্চ তিনজনের নাম উল্লেখসহ ১০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এক আসামি মানিককে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়।

তবে মামলার কার্যক্রম চলাকালে এলাকার কয়েকজন মাতব্বর সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। এক পর্যায়ে মানিককে থানা থেকে ছাড়িয়ে এনে উল্টো সবুজকেই চুরির সঙ্গে জড়িত সন্দেহ করে তার ওপর ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ অর্থ পরিশোধে অক্ষম সবুজ ওই রায় মানেননি।

নিহতের স্ত্রী খুশি আক্তার অভিযোগ করে বলেন, “আমার স্বামী চোর ছিল না। গরীবদের জন্য কোনো বিচার নেই। যারা প্রকৃত চোর ছিল, তাদের ছেড়ে দিয়ে আমার স্বামীকে অপমান করা হয়েছে। তার অটোরিকশাও ফিরিয়ে দেওয়া হয়নি। এই অপমান সইতে না পেরে সে নিজের গায়ে আগুন দিয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, “চুরির অপমান সহ্য করতে না পেরে সবুজ আত্মহত্যার চেষ্টা করেন এবং শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সালিশে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments