শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলামুগ্ধতা ছড়াচ্ছে শার্শার সোনামুখি বিলের পদ্মফুল

মুগ্ধতা ছড়াচ্ছে শার্শার সোনামুখি বিলের পদ্মফুল

শহিদুল ইসলাম: মুগ্ধতা ছড়াচ্ছে যশোরের শার্শার হরিনাপোতা গ্রামের সোনামুখি বিলের গোলাপি রঙের পদ্মফুল।দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর থেকে শুধু দুপা ফেলিয়া। ফুল সৌন্দর্যের প্রতীক ভালোবাসার প্রতীক!ফুল ভালোবাসেনা এমন মানুষ খুজে পাওয়ায় মুসকিল।তাই বাড়ির পাশে ফোঁটা গোলাপি পদ্মের সৌন্দর্য উপ়ভোগ করতে ভিড় জমাচ্ছে স্হানীয় প্রাকৃতিক সৌন্দর্য পিপাশু নারী পুরুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোনামুখি বিলের গোলাপি পদ্মের ছবি ও ভিডিও ভাইরাল হলে দূরদূরান্ত থেকেও ছুটে আসছে ভ্রমন পিপাশু মানুষও।

এখন বৈশাখ মাস তাই সোনামুখি বিলে পানি নেই,অথচ কাদামাটিতে ফুটে আছে লাখো লাখো পদ্মফুল,দেশীয় পাখির কলকাকলীতে মুখরিত চারি দিক।এমন দৃশ্য ক্যামেরা বন্দী করতে ব্যাস্ত এই বিলে বেড়াতে আসা প্রতিটি মানুষ,কেউ মোবাইল দিয়ে আবার কেউবা দামি ডিএসএলআর ক্যামেরা দিয়ে।কেউ কেউ টিকটকও করছেন,অনেক মুখ পরিচিতি ইউটিবারও আসেছেন এই বিলের প্রাকৃতিক সৌন্দর্যের কন্টেন্ট তৈরি করতে।

বিশিষ্ট ইউটিবার রানা আহমেদ বলেন আমি গোলাপি পদ্মের সংবাদ পেয়ে এই প্রাথম বার এখানে এলাম,আশার পরে দেখি যা ধারণা করেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি পদ্ম।একটা বিষয় আমাকে খুবই অবাক করেছে,পানি ছাড়া এমন লাখো পদ্ম কিভাবে ফুটলো?জাইগাটা এতটাই নিরিবিলি এতটাই সুন্দর আমার হৃদয় ছুয়ে গেছে।

তিনি আরও বলেন,কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক,বিশেষ করে মানুষের বিরুপ আচারণের ফলে অপরুপ গ্রাম বাংলার রুপ হারাতে বসেছি আমরা।তাই আমাদের সকলের সচেতন হওয়া উচিৎ যেন এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বিরুপ আচারণে বিলুপ্ত হয়ে না যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments