শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Homeসারাবাংলাতাহিরপুরে টাস্কফোর্সের অভিযান, ৪০লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

তাহিরপুরে টাস্কফোর্সের অভিযান, ৪০লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুরে টাস্কফোর্সের অভিযান চালিয়ে প্রায় ৪০লক্ষ টাকার ভারতীয় ফুসকা জব্দ করেছে। বুধবার (২৩এপ্রিল) রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া’র নির্দেশে,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেমের নেতৃত্বে এই টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।এসময় তাহিরপুর থানা পুলিশ, স্থানীয় বিজিবি, ও আনসার সদস্যদের সহযোগিতায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় ও বিন্নাকুলি এলাকার পৃথক দুটি স্থান থেকে ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে নিয়ে আসা জমাকৃত আনুমানিক ৩০৯ বস্তা ভারতীয় ফুসকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০লক্ষ টাকা।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম জানান তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় ও বিন্নাকুলি দুটি স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪০লক্ষ টাকার ৩০৯ বস্তা ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে, জব্দকৃত মালামাল স্থানীয় লাউড়েরগড় বিজিবি ক্যাম্পে রক্ষিত রয়েছে পরবর্তীতে নিলামের মাধ্যমে ডিসপোজাল করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments