জয়নাল আবেদীন: রংপুর মহানগরীর বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজি প্রতিরোধে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভগের পুলিশ পরিদর্শক অশোক কুমার চৌহানের নেতৃত্বে ডিবির একটি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাজহাট থানার মডার্ন মোড় বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সড়ক পরিবহনের বিভিন্ন দূরপাল্লার বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতে নাতে ৬ জন চাঁদাবাজকে আটক করা হয় তারা হলেন মোঃ মোখলেছুর রহমান ,মোঃ ফরিদ খান মিঠু, মোঃ শামীম হোসেন, আশিষ কুমার চক্রবর্তী, দীপক সরকার দীপক সরকার এবং মোঃ আনোয়ার হোসেন ।
এসময় আশিষ কুমার চক্রবর্তীর হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ২হাজার ১শ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে ।