লিটন মাহমুদ ঃ গতকাল সোমবার ২৮/০৮/২০২৩ রাত আনুমানিক ৭:৪৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি থানাধীন যশলং ইউনিয়নের পালপাড়া সাকিনস্থ পালপাড়া দূর্গা মন্দিরের পূর্ব পাশের পাকা রাস্তার উপর হতে ১৩ শত পিছ ইয়াবা জব্দ করা হয়েছে ।
গোপন সংবাদের ভিত্তিতে টংগীবাড়ি থানার পালপাড়া সাকিনস্থ পালপাড়া দূর্গা মন্দিরের পূর্ব পাশের পাকা রাস্তার উপর তিনজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত
১। মোঃ হালিম হাওলাদার(৩৮), পিতা-জালাল উদ্দিন, সাং-হাসাইল, থানা-টংগীবাড়ি, জেলা-মুন্সীগঞ্জ,
২। মোঃ মোস্তফা কামাল(২৫), পিতা-মৃত আমির হোসেন, সাং-পশ্চিম রংগিখালী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৩। মোঃ সবুজ শিকদার(৩৮), পিতা-সিদ্দিক শিকদার, সাং-ভাংগুনিয়া, থানা-টংগীবাড়ি, জেলা-মুন্সীগঞ্জ।
আসামীদের বিরুদ্ধে টংগীবাড়ি থানায় এজাহার দায়ের করা হইয়াছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
১ নং আসামীর বিরুদ্ধে সাতটা মামলা ২নং আসামির বিরুদ্ধে দুইটা মামলা ৩ নং আসামির বিরুদ্ধে একটা মামলা রয়েছে বলে জানা গেছে।
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এস আই রফিক ( নিঃ)
পিপিএম বাদী হয়ে একটি মামলা অজু করেন