লিটন মাহমুদ ঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে স্কুলে চুরি করতে গিয়ে দুই যুবক আটক হয়েছে। উপজেলার টঙ্গীবাড়ি উপজেলা পরিষদসংলগ্ন টঙ্গীবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
প্রধান শিক্ষক জানান, কিছু দিন পর পরই মাদকসেবীরা বিদ্যালয়ের জানালা ভেঙে ফ্যান, পর্দাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে বিদ্যালয়ের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে সহকারী শিক্ষকদের কক্ষে চুরি করার সময় বাঁশবাড়ি গ্রামের নজরুল বেপারির ছেলে রিফাত বেপারি (২২), মনির বেপারির ছেলে আরাফাত বেপারি (২৩) নামে দুজনকে আটক করেন বিদ্যালয়ের দপ্তরি। এ সময় তাদের সঙ্গে থাকা ওই গ্রামের জাকির খানের ছেলে সজিব খান (২৫) পালিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান জানান, দু জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে। জড়িত থাকা অপর আসামিকে ধরার চেষ্টা চলছে।