স্বপন কুন্ডুঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঈশ্বরদীতে ২১০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসয়ী আটক হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে রেডি পার্টি এ অভিযান পরিচালিত হয়। এসময় সেলিম রেজা মন্ডল (৫০) নামের মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়। সে দিয়াড় বাঘইল গ্রামের মৃত আব্দুল লতিফ মন্ডলের পুত্র।
পরিদর্শক মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেলিমের বসত বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। এঘটনায় মাদক আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।