আবু বক্কর সিদ্দিকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, বুধবার দুপুরে মাদক ব্যবসায়ীদ্বয়কে আদালতে পাঠানো হয়েছে। এরা হল- বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ শিমুলতলা গ্রামের মৃত ময়েজ উদ্দিন সরদারের ছেলে সাইফুল ইসলাম সরদার ও শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর (পুটিমারী) গ্রামের আব্দুল মান্নানের ছেলে আমজাদ মিয়া। এরআগে গভীর রাতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জুলিয়াস রহমান ও এসআই ফিরোজ মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালান। এতে ১ কেজি গাঁজাসহ সাইফুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে ও ১১ বোতল বিদেশী মদসহ আমজাদ মিয়াকে তিস্তানদীর কূল থেকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।