ওয়াহিদুর রহমানঃ-সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় হারানো মোবাইল ফোন বাহির করতে এক ভন্ড কবিরাজের শরণাপন্ন হয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৬ বছরের এক তরুণী।
এ-ব্যাপারে অভিযোক্ত ধর্ষককে গ্রেফতার করে১৩(সেপ্টেম্বর) বুধবার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
ঘটনাটি ঘটেছে ১২(সেপ্টেম্বর)মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে কবিরপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়,মঙ্গলবার দুপুরে তরুণীর মায়ের একটি মোবাইল ফোন হারিয়ে যায়।মোবাইল ফোনের সন্ধান পেতে তরুণী তার মায়ে সঙ্গে কবিরপুর গ্রামের শাহনুর উল্লার পুত্র ভণ্ড কবিরাজ শহিদ মিয়া(২৮)এর বাড়িতে যান।
এ-সময় শহিদ মিয়া ওই তরুণীর মাকে গোলাপজল ও গুল মরিছ নিয়ে আসার জন্য মেয়ে রেখে বাহিরে পাঠান। তখন তরুণীর মা কবিরাজের কথা মত মেয়েকে রেখে গোলাপজল ও গুল মরিছ আনতে চলে যান। এ সুযোগে ভণ্ড কবিরাজ শহিদ জোরপূর্বক তরুণীকে ধর্ষণ করে।
মামলার বাদী ধর্ষিতা তরুণীর মা বলেন, গোলাপজল ও গুল মরিছ নিয়ে গিয়ে দেখি ব্যথায় আমার মেয়ে কান্না করছে। বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়েছি।পরে আইনের আশ্রয় নিয়ে ভণ্ড কবিরাজ শহিদ মিয়ার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রুজু করি।
এ-ব্যাপারে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন,অভিযোগের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক সাইফুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে ধর্ষণেরদায়ে অভিযোগক্ত ভণ্ড কবিরাজ শহিদকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মিজানুর রহমান আরও বলেন, এই ভণ্ড কবিরাজ দ্বারা এলাকাবাসী বহু প্রতারিত হয়েছেন।দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কবিরাজির নামে ভন্ডামী ও প্রতারণা করে আসছিল বলে জানা গেছে।