ওয়াহিদুর রহমানঃ সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানা-পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ২২পিস ইয়াবা ট্যাবলেট সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে।
১৭(সেপ্টেম্বর) রোববার মাদক ব্যবসায়ী কাওছার আলম(৩২) কে সুনামগঞ্জ জেলা-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ মারফতে জানাযায়,১৬(সেপ্টেম্বর)শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর অলক দাশের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের জগন্নাথপুর সদর হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌরসভার জালালপুর গ্রামের আরব আলীর পুত্র মাদক কারবারী কাওছার আলম(৩২)কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ-সময় তার কাছে থাকা জর্দার কৌটায় ভর্তি ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে জগনাথপুর থানার পুলিশ-পরিদর্শক মিজানুর রহমান বলেন,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।