মাসুদ রানা রাব্বানী : রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ এলাকায় অভিযান চালিয়ে ৭১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি আশা খাতুন (২৫) সে ওই এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী। ঘটনা সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যার পর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ উত্তরপাড়ার একটি বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হচ্ছে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে সন্ধ্যার পর ওই এলাকায় অভিযান করে ৭১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এসময় আশা খাতুনকে তার বাড়ি হতে আটক করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে বলে শিকার করে। গ্রেফতারকৃত আসামি’র বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।