এ এম মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ভাড়ায় চালিত ১টি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে স্পষ্টে থাকা ট্যুরিস্ট পুলিশকে খবর দিলে তারা গিয়ে আটক করে।
স্থানীয় ও পুলিশ জানায় মাদারীপুর থেকে বেড়াতে আসার নাম করে কুয়াকাটা সৈকতে আসলে শুক্রবার বিকালে স্থানীয় মোটরসাইকেল টুরিস্ট গাইড বশিরের মোটরসাইকেলটি ভাড়ায় চালানো নাম করে নিয়ে যায়। সে সময়ে যে দিকে যাওয়ার কথা তার উল্টো দিকে চালিয়ে যেতে দেখে। পরে বশিরসহ অন্য লোকজনকে নিয়ে ৬ কিলো দুরে কুয়াকাটা-ঢাকা মহাসড়কে শেখ রাসেল সেতুর টোলে ধরা পরে। পরে গাড়ীসহ চোর মিজানুর রহমান (১৫) পলাশ খা (২২)কে সৈকতে ট্যুরিস্ট পুলিশের কাচে নিয়ে আসলে তারা তাদের আটক করে মহিপুর থানায় সোপর্দ করে। এদের উভয়ের ঠিকানা আজরাপুর মাদারীপুর সদর থানা।
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি মোঃ মনিরুল ইসলাম হক (ডাবলু) জনান, আমাদের ডিউটি রত অফিসারদের মাধ্যমে জানতে পেরে চোর চক্র দুজনকে আটক করে মহিপুর থানায় হস্তান্তর করি।
মহিপুর থানার ওসি মো ফেরদৌস আলম খান জানান,কুয়াকাটা টুরিষ্ট পুলিশ ওদের দুজনকে থানায় হস্তান্তর করেছে। এদের দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা প্রক্রিয়াধীন।