চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৪০ বোতল দেশীয় তৈরি বাংলা মদ সহ মোসাঃ শাহানারা বেগম (৪০) নামে ১ নারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৪ টার সময় মহারাজপুর ইউনিয়নের চৌধুরী টোলা গ্রামে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ অফিসার এসআই মোসাব্বির আহমেদ।
এ সময় মাদক ব্যবসায়ী মোসাঃ শাহানারা বেগম কে ৪০ (চল্লিশ) বোতল বাংলা মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত মোসাঃ শাহানারা বেগম সাহানারা বেগম মহারাজপুর ইউনিয়নের চৌধুরী টোলা গ্রামের নূর মোহাম্মদের মেয়ে।
এ বিষয়ে সদর মডেল থানার এসআই মোসাব্বির আহমেদ জানান, পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় সদর মডেল থানা পুলিশ মাদকে বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছে, আর এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।