চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শাহবাজপুর সীমান্ত এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ৬ রাউন্ড গুলি সহ শিহাব আলী নামে এক যুবককে আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
আটককৃত যুবক হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সোনাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে শিহাব আলী (২০)।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস বিফ্রিং এ বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অবৈধভাবে আগ্নেয় অস্ত্র বাংলাদেশে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় বিজিবির সদস্যরা তল্লাশীর কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে একটি ভ্যান গাড়ীতে থাকা এক যুবকের হাতে ব্যাগ নিয়ে দৌড়ে পালানো চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করলে ব্যাগ থাকা একটি বই এর ভেতর অভিনব কায়দায় শিহাব আলী ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ৬ রাউন্ড গুলি সহ আটক করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানা একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্রসহ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে।