ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীতে ১০৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রাব্বি প্রামাণিক নামের এই মাদক কারবারিকে চররূপপুর এলাকা হতে আটক করা হয়। আটককৃত আসামি উপজেলার চররূপপুর গ্রামের গোলাপ প্রামাণিকের ছেলে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চররূপপুর জিগাতলা এলাকায় গোলাপ প্রামাণিকের বাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় রাব্বির ঘরে তল্লাশি করে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
পাবনা খ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক ব্যবসায়ী রাব্বি প্রামাণিক দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।