শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeঅপরাধটেকনাফে ১ লক্ষ ইয়াবাসহ কারবারী গ্রেপ্তার

টেকনাফে ১ লক্ষ ইয়াবাসহ কারবারী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিকঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় এক মাদক কারবারী আটক করা হলেও অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারী হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাটাবুনিয়া এলাকার আব্দুল মাবুদের ছেলে মো. উসমান (৩৪)। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৩ কোটি টাকা।
টেকনাফ-২ বিজিজি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, খুরেরমুখ অস্থায়ী চেকপোস্ট হতে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ দিকে কাটাবুনিয়া নামক এলাকা দিয়ে সাগর পথে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসার গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ১ মার্চ খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল কাটাবুনিয়া এলাকায় অভিযানে চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারী আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments