শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeঅপরাধজনতা ব্যাংকের সোয়া ৫ কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজারসহ গ্রেপ্তার ৩

জনতা ব্যাংকের সোয়া ৫ কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজারসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ প্রতিবেদক: গ্রাহকের প্রায় সোয়া ৫ কোটি টাকা আত্মসাতের দায়ে জনতা ব্যাংক, সিরাজগঞ্জের বেলকুচির তামাই শাখার ব্যবস্থাপক আলামিন শেখ, সহ-ব্যবস্থাপক রেজাউল করিম ও ক্যাশ অফিসার রাশেদুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থ আত্মসাতের অভিযোগে আঞ্চলিক উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলামের দায়ের করা মামলায় রোববার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে অভ্যন্তরীণ অডিট শেষে ব্যাংক কর্তৃপক্ষ তিনজনকে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তারকৃত আলামিন শেখ সিরাজগঞ্জ জেলার ধানবান্ধি মহল্লার জেসি রোড এলাকা ও রাশেদুল সদর উপজেলার বনবাড়িয়া কাঁদাই গ্রামের বাসিন্দা এবং সহ-ব্যবস্থাপক রেজাউল করিম বগুড়ার ধুনুট উপজেলার বাসিন্দা।

বেলকুচি থানার ওসি আনিছুর রহমান জানান, মামলাটি তদন্তে দুদক আঞ্চলিক কার্যালয় পাবনায় পাঠানো হবে। সোমবার সকালে ওই তিন ব্যাংক কর্মকর্তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনতা ব্যাংক সিরাজগঞ্জের আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, ‘গ্রাহকের টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।’

জনতা ব্যাংক প্রধান শাখার উপ-ব্যবস্থাপনা পরিচালক (পিআরএল) কামরুল হাসান জানান, মামলা হয়েছে। দুদক তদন্ত করবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments