শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeঅর্থনীতিভোটের আগে হঠাৎ সোনার দাম বৃদ্ধি

ভোটের আগে হঠাৎ সোনার দাম বৃদ্ধি

কাগজ প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আগে দেশে সোনার দাম বৃদ্ধি করা হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃপক্ষের সিদ্ধান্তে আজ থেকে সোনার এই বাড়তি দাম কার্যকর করা হবে। এবার প্রতি গ্রাম সোনার দাম ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। এর ফলে আজ থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে চার হাজার ১৭০ টাকা। আর প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম (১১.৬৬ গ্রাম) পড়বে ৪৯ হাজার ৮৪৮ টাকা। গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৭ হাজার ৪৭২ টাকা। সর্বশেষ গত ৬ আগস্ট সোনার দাম কমিয়েছিল বাজুস। সে সময় প্রতি গ্রাম সোনার দাম কমেছিল ১০০ টাকা। বাজুস সভাপতি গঙ্গা চরণ মালাকার জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৬ হাজার ৩৬৪ টাকায়। প্রতি ভরি ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ২৩০ টাকায়। সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি বিক্রি হবে ২৭ হাজার ৫৮৫ টাকায়। আর ২১ ক্যারেট রুপা বিক্রি হবে ১ হাজার ৪৯ টাকায়। এর আগে ২১ ক্যারেট সোনার দাম ছিল ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৪০ হাজার ১২৪ টাকায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments