বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeঅর্থনীতিহলমার্ক কেলেঙ্কারী ছিল সোনালী ব্যাংকের জন্য শিক্ষা গ্রহন: রংপুরে আতাউর রহমান প্রধান

হলমার্ক কেলেঙ্কারী ছিল সোনালী ব্যাংকের জন্য শিক্ষা গ্রহন: রংপুরে আতাউর রহমান প্রধান

জয়নাল আবেদীন: সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) মো. আতাউর রহমান প্রধান বলেছেন, হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংকের জন্য ছিল শিক্ষা গ্রহন। ২০১১ সালে হলমার্ক কেলেঙ্কারি গোটা ব্যাংকিং সেক্টরকে যেভাবে নাড়া দিয়েছে তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। এরপর থেকে সোনালী ব্যাংকে আর এ ধরণের ঘটনা ঘটেনি, আশাকরি ভবিষ্যতেও ঘটবেনা। রাষ্ট্রের সর্ব্বোচ্চ সেবাদানকারী প্রতিষ্টান সোনালী ব্যাংক প্রধান আতাউর রহমান প্রধান শনিবার বেসরকারী মেডিকেল কলেজের বোর্ডরূমে রংপুরে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায়িদের এগিয়ে নিতে সোনালী ব্যাংক সিঙ্গেল ডিজিটে ঋণ প্রদান কার্যক্রম শুরু করেছে। তিনি ব্যাংকের সেবার মান আরও জনমূখী ও ব্যবসা বান্ধব করার জন্য ব্যাংকের কর্মকর্তাদের নির্দেশ দেন। আতাউর রহমান প্রধান বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছেন সোনালী ব্যাংক হবে সেই উন্নয়নের শরীক প্রতিষ্ঠান। তিনি আরও বলেন, সরকার সারাদেশে ১০০টি ইকোনোমিক জোন গড়ে তুলছেন, এরমধ্যে কৃষিতে রংপুর অঞ্চলে সোনালী ব্যাংকের পক্ষ থেকে মেগা প্রকল্প গ্রহন করা হয়েছে। রংপুর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা’র ডিজিএম আব্দুল কুদ্দুস, রংপুর কর্পোরেট ব্রাঞ্চের ব্যবস্থাপক এজিএম আব্দুল বারেক চৌধুরী, এজিএম ইনচার্জ সৈয়দ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ, প্রাইম মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক সাবেক এমপি ডা. আক্কাছ আলী সরকার, রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments