বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeঅর্থনীতিবাংলাদেশের অর্থনীতি ভেতর থেকে শক্তিশালী হচ্ছে: ড. আতিউর

বাংলাদেশের অর্থনীতি ভেতর থেকে শক্তিশালী হচ্ছে: ড. আতিউর

বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি ভেতর থেকে শক্তিশালী হচ্ছে এবং বৈদেশিক ঋণ নির্ভরশীলতা কমেছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ‘ইন সার্চ অব সাসটেইনেবল ফাইন্যান্স ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক এক সেমিনারে প্রবন্ধ উপস্থাপনকালে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক আতিউর বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন,শিল্পখাতের উন্নয়ন,গ্রামীন অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, কৃষি ভিত্তিক অর্থনীতি, ক্ষুদ্র উদ্যোক্তা,অর্থনীতির ডিজিটাইজেশনসহ অর্থনীতির সার্বিক উন্নয়ন হয়েছে।এই উন্নয়নে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশ নেয়। সেমিনারে প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন পলিসি একচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং সি ই ও ড. মাশরুর রিয়াজ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments