বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeঅর্থনীতিমে মাসে মূল্যস্ফীতি দুই অংকের ঘর ছুঁই ছুঁই

মে মাসে মূল্যস্ফীতি দুই অংকের ঘর ছুঁই ছুঁই

বাংলাদেশ প্রতিবেদক: গত মে মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ হয়েছে, যা এক দশকের মধ্যে রেকর্ড। সোমবার দুপুরে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

গত এপ্রিল মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।

প্রতিবেদনে দেখা যায়, গেল মে মাসে খাদ্যপণ্যের চেয়ে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি তুলনামূলক বেশি। ওই মাসে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৬ শতাংশ এবং খাদ্যপণ্যে ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। গত মার্চ থেকেই এ প্রবণতায় এগুচ্ছে মূল্যস্ফীতি।

সাম্প্রতি প্রবণতা বিশ্লেষণে দেখা যায়, গ্রামের চেয়ে শহরে ম্যূল্যস্ফীতি বেশি হয়। মে মাসে দেশের গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৯ দশিমক ৮৫ শতাংশ এবং শহরে ৯ দশিমক ৯৭ শতাংশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments